রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

এই পার্লামেন্টে যাওয়া না যাওয়া বড় বিষয় নয় : নোমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান পার্লামেন্ট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এ পার্লামেন্ট নির্বাচনে জনগণ ভোট দেয়নি। কাজেই এ পার্লামেন্টে কে গেল, কে গেল না তা বড় বিষয় নয়।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দীন আহমেদ, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, জহির উদ্দীন স্বপন, কৃষক দলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

. মওলানা ভাসানীর স্মৃতিচারণা করে নোমান বলেন, ‘তিনি (ভাসানী) আজীবন শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের জন্য রাজনীতি করেছেন। ফারাক্কা অভিমুখে লংমার্চ যাত্রাÑ এটা আমরা প্রথমে মওলানা ভাসানীর কাছেই শিখেছি। তার আদর্শে অনুপ্রাণিত ছিলাম আমরা। এখনো আছি। দেশের এই সংকটকালে মওলানা ভাসানীর মতো নেতৃত্বের বড়ই প্রয়োজন ছিল।’ আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের জন্য আজও আমরা লড়াই করছি। উন্নয়নের নামে লুটপাট করছে ক্ষমতাসীনরা। ব্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। সরকারের উন্নয়নের রাজনীতি অসার হয়ে গেছে। বরাদ্দের নামে এমপিরা লুটপাট করছেন। প্রবৃদ্ধিকেও আওয়ামীকরণ করা হয়েছে। গণতন্ত্রবিহীন উন্নয়ন কখনো গ্রহণযোগ্য নয়।’

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন সামনে রেখে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের রাজনীতির বিরাট একটি অর্জন। রাজনীতিতে এত অল্প সময়ে গড়ে ওঠা এই ইতিবাচক প্ল্যাটফরমটিকে আরও সমৃদ্ধ করতে হবে। জাতির প্রয়োজনে এটি গঠিত হয়েছে। অন্য দলগুলোকে যোগ করে ঐক্যফ্রন্টকে আরও বেশি সমৃদ্ধ করতে হবে।’

সর্বশেষ খবর