শিরোনাম
বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তিন শর্তে খুলনায় পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল দুপুরে খুলনা জেলা প্রশাসন, বিজেএমসি ও শ্রমিকদের ত্রিপক্ষীয়  বৈঠকে এ সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকটি  হয়। পাটকল শ্রমিক লীগ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক মুরাদ হোসেন জানান, চলতি সপ্তাহের মধ্যে বকেয়া দুই সপ্তাহের মজুরি প্রদান, আগামী সপ্তাহের মধ্যে পুরো বকেয়া মজুরি প্রদান ও বুধবার কর্মরত শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়নের পে-স্লিপ প্রদানের শর্তে আন্দোলন স্থগিত করা হয়।

ওই বৈঠকে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এ সময় খুলনা শ্রম অধিদফতরের যুগ্ম-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, বিজেএমসি লিয়াজোঁ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পাটকল শ্রমিক লীগ সভাপতি সরদার মোতাহার হোসেন, আহ্বায়ক মুরাদ হোসেন, পাটকল সিবিএ-নন সিবি ঐক্য পরিষেদের নেতা সোহরাব হোসেন, খলিলুর রহমান, শাহনাজ পারভীনসহ ৯টি পাটকলের প্রকল্প প্রধানরা উপস্থিত ছিলেন। খুলনার ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সম্পাদক সোহরাব হোসেন বলেন, শ্রমিকরা রুজি-রুটির জন্য মিলে কাজ করে। সপ্তাহ শেষে মজুরি দিয়ে সংসার পরিচালনা করে। অথচ গত ১২ সপ্তাহ শ্রমিকদের মজুরি প্রদান করা হচ্ছে না। এ কারণে গত ৫ মে থেকে শ্রমিকরা পাটকলগুলোর উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট-অবরোধ পালন শুরু করে। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামবে শ্রমিকরা।

সর্বশেষ খবর