বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ইআরপি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন

-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী প্রজন্মের কাজের পরিবেশ স্বস্তিদায়ক করতে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। ডিজিটাল বাংলাদেশ গড়তে ইআরপি প্রয়োগের কোনো বিকল্প নেই।

প্রতিমন্ত্রী গতকাল বিদ্যুৎ ভবনে ইআরপি বাস্তবায়নসংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারে অনীহা দূর করতে হবে। তাহলে দফতরপ্রধান বা সচিব বা মন্ত্রী সংশ্লিষ্ট অফিসের সার্বিক অবস্থা ড্যাশবোর্ডের মাধ্যমে জানতে পারবেন। এতে উভয় পক্ষই উপকৃত হবে। তিনি আরও বলেন, বিদ্যুৎ খাত দেশের অন্যতম সেবা খাত। ৯৩ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধার আওতায়। এত বড় সেবা খাত সঠিকভাবে পরিচালনা করতে দ্রুত ডিজিটাল সেবা দিতে হবে। খুব শিগগিরই বিদ্যুৎ বিভাগের সব দফতর/প্রতিষ্ঠান ইআরপির আওতায় আসছে। ইআরপি চালু হলে কেন্দ্রীয়ভাবেই সব মনিটর করা যাবে। গ্রাহকের সেবার মানও বৃদ্ধি পাবে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ দফতরপ্রধানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর