নতুন সরকারের প্রথম বাজেটে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য যে বরাদ্দ রয়েছে, তা একেবাড়েই অপ্রতুল বলে মনে করছেন আইনজ্ঞরা। তারা বলেন, একটি চার লেন মহাসড়কের ১৫ থেকে ১৬ কিলোমিটার নির্মাণ ব্যয়ের সমান বরাদ্দ রয়েছে বিচার বিভাগের সারা বছরের বাজেটে। দেশে চলমান মামলাজট ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে বাজেটে বিচার বিভাগের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন বলেও মন্তব্য তাদের। তারা জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদে ঘোষিত নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে দৃশ্যত আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বেশি দেখা গেলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের (২০১৮-১৯) সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ কমেছে। গত অর্থবছর সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৭৩৬ কোটি টাকা; যা মোট বাজেটের শূন্য দশমিক ৩৫৯ শতাংশ। আর এবারের বাজেটে সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ৮৪৮ কোটি টাকা; যা মোট বাজেটের শূন্য দশমিক ৩৫৩ শতাংশ। সে হিসেবে প্রস্তাবিত বাজেটে চলতি বাজেটের তুলনায় বিচার বিভাগের জন্য বরাদ্দ কমেছে শূন্য দশমিক ০০৬ শতাংশ। এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বর্তমানে দেশের আদালতগুলোয় প্রচুর মামলা রয়েছে। এসব নিষ্পত্তিতে আরও অনেক বিচারক নেওয়া প্রয়োজন। আবার অনেক সময় দেখা যায়, এজলাস সংকটের কারণে জেলা আদালতগুলোয় বিচারকদের এজলাস ভাগাভাগি করে বিচারকাজ পরিচালনা করতে হয়। সে ক্ষেত্রে বর্তমানে বাজেটে বিচার বিভাগের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকে তাতে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বেড়ে চলেছে। এরই মধ্যে দেশের নিম্ন ও উচ্চ আদালতে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন। এ অবস্থায় বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয়সংখ্যক বিচারক ও অবকাঠামোর উন্নয়ন করা অত্যাবশ্যকীয়। কিন্তু জাতীয় বাজেটে বিচার বিভাগের জন্য যে বরাদ্দ দেওয়া হয় তা খুবই হতাশাব্যঞ্জক।’ সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘আমাদের ১৭ কোটি মানুষের দেশে বাজেটে প্রতি বছরই বিচার বিভাগের জন্য বরাদ্দটা খুব কম থাকে। একটি চার লেন মহাসড়কের ১৫ থেকে ১৬ কিলোমিটার তৈরিতে যে ব্যয়, আমাদের বিচার বিভাগের জন্য বাজেটে এটুকুই বরাদ্দ থাকে।’
শিরোনাম
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
- চকবাজারে র্যাবের অভিযানে তিন প্রতিষ্ঠানকে সিলগালা ও জরিমানা
- ঢামেকে কারাবন্দীর মৃত্যু
- আড়াইহাজারে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- বাগেরহাটে ৮৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ইউটিউব মুছে দিল ইসরায়েলি অপরাধের ৭০০ ভিডিও
- এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজকে কারাগারে
- বিএনপিও গণভোট চায়, তবে একই দিনে
- বাগেরহাটে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
আইনজ্ঞদের অভিমত
বাজেটে বিচার বিভাগের বরাদ্দ অপ্রতুল
আরাফাত মুন্না
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
চবি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এলামনাইয়ের নতুন কমিটি গঠিত
৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘দ্য আর্থশট-২০২৫’ জিতলো ফ্রেন্ডশিপ এনজিও
১৯ মিনিট আগে | প্রকৃতি ও পরিবেশ