নতুন সরকারের প্রথম বাজেটে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের জন্য যে বরাদ্দ রয়েছে, তা একেবাড়েই অপ্রতুল বলে মনে করছেন আইনজ্ঞরা। তারা বলেন, একটি চার লেন মহাসড়কের ১৫ থেকে ১৬ কিলোমিটার নির্মাণ ব্যয়ের সমান বরাদ্দ রয়েছে বিচার বিভাগের সারা বছরের বাজেটে। দেশে চলমান মামলাজট ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে বাজেটে বিচার বিভাগের জন্য আরও বেশি অর্থ বরাদ্দ প্রয়োজন বলেও মন্তব্য তাদের। তারা জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদে ঘোষিত নতুন অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে দৃশ্যত আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ বেশি দেখা গেলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের (২০১৮-১৯) সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ কমেছে। গত অর্থবছর সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৭৩৬ কোটি টাকা; যা মোট বাজেটের শূন্য দশমিক ৩৫৯ শতাংশ। আর এবারের বাজেটে সুপ্রিম কোর্ট এবং আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ৮৪৮ কোটি টাকা; যা মোট বাজেটের শূন্য দশমিক ৩৫৩ শতাংশ। সে হিসেবে প্রস্তাবিত বাজেটে চলতি বাজেটের তুলনায় বিচার বিভাগের জন্য বরাদ্দ কমেছে শূন্য দশমিক ০০৬ শতাংশ। এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বর্তমানে দেশের আদালতগুলোয় প্রচুর মামলা রয়েছে। এসব নিষ্পত্তিতে আরও অনেক বিচারক নেওয়া প্রয়োজন। আবার অনেক সময় দেখা যায়, এজলাস সংকটের কারণে জেলা আদালতগুলোয় বিচারকদের এজলাস ভাগাভাগি করে বিচারকাজ পরিচালনা করতে হয়। সে ক্ষেত্রে বর্তমানে বাজেটে বিচার বিভাগের জন্য যে পরিমাণ বরাদ্দ থাকে তাতে এসব সমস্যার সমাধান করা সম্ভব নয়।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বেড়ে চলেছে। এরই মধ্যে দেশের নিম্ন ও উচ্চ আদালতে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন। এ অবস্থায় বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয়সংখ্যক বিচারক ও অবকাঠামোর উন্নয়ন করা অত্যাবশ্যকীয়। কিন্তু জাতীয় বাজেটে বিচার বিভাগের জন্য যে বরাদ্দ দেওয়া হয় তা খুবই হতাশাব্যঞ্জক।’ সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘আমাদের ১৭ কোটি মানুষের দেশে বাজেটে প্রতি বছরই বিচার বিভাগের জন্য বরাদ্দটা খুব কম থাকে। একটি চার লেন মহাসড়কের ১৫ থেকে ১৬ কিলোমিটার তৈরিতে যে ব্যয়, আমাদের বিচার বিভাগের জন্য বাজেটে এটুকুই বরাদ্দ থাকে।’
শিরোনাম
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
আইনজ্ঞদের অভিমত
বাজেটে বিচার বিভাগের বরাদ্দ অপ্রতুল
আরাফাত মুন্না
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর