মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা
বিসিএমএর সংবাদ সম্মেলন

বাজেট সিমেন্ট খাতের জন্য ব্যবসাবান্ধব নয়

নিজস্ব প্রতিবেদক

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সিমেন্ট খাতের জন্য ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির (বিসিএমএ) নেতারা। তারা বলেছেন, প্রস্তাবিত বাজেটে টনপ্রতি সিমেন্টে কর ও শুল্ক বাড়বে ৯৫৩ টাকা। এ হিসাবে প্রতি ব্যাগ সিমেন্টে খরচ বাড়বে ৪২ টাকা। উৎপাদন পর্যায়ে এই বাড়তি খরচ দেশের সিমেন্ট শিল্পকে হুমকিতে ফেলবে।

বাজেটে প্রতিক্রিয়া জানাতে গতকাল রাজধানীর গুলশানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিসিএমএ নেতারা। সংগঠনের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম সহ-সভাপতি ও মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ ও পরিচালকরা। দেশের সিমেন্ট শিল্প স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় চাহিদা পূরণ করে প্রতিবেশী দেশগুলোতেও রপ্তানি করা হয়। এই সম্ভাবনাময় শিল্পে অতিরিক্ত কর আরোপ করলে এই শিল্প রুগ্ন হয়ে পড়বে। সরকারের অবকাঠামো খাতের বড় প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় বাড়বে। এ ছাড়া আবাসন খাত ও বাজেটে চাপে থাকা মধ্যবিত্তের ওপর খড়গ নেমে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর