বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে পাহাড় ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম পরিবেশ অধিদফতর-সংলগ্ন পাহাড়ে গতকাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয় -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম নগরের অতি ঝুঁকিপূর্ণ পাহাড় এবং খালের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নোয়াখালে এবং জেলা প্রশাসন পরিবেশ অধিদফতর-সংলগ্ন পাহাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।  গতকাল দুপুরে নগরের পরিবেশ অধিদফতর-সংলগ্ন পাহাড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এবং মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৫০টি ঘরবাড়ি উচ্ছেদ করে ১৫৬ জন বসবাসকারীকে সরিয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন বলেন, ‘পরিবেশ অধিদফতর সংলগ্ন পাহাড় থেকে ৫০টি ঘর উচ্ছেদ করা হয়েছে। বর্ষায় ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটলে এসব পাহাড়ে প্রাণহানি ঘটার সম্ভাবনা থাকে। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরে সরকারি-বেসরকারি ১৭টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৮৩৫টি পরিবার বসবাস করছে। এসব পাহাড়ের পাদদেশে অবৈধ স্থাপনা তৈরি করে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রতি বছর বর্ষা মৌসুমে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এদিকে চট্টগ্রাম নগরের নোয়াখালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালিত হয়। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের অধীনে সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত অভিযান পরিচালনা করেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর