Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১০ জুলাই, ২০১৯ ২৩:০১

ঢাকায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। পাশপাশি এই কটূক্তির জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্মকর্তা কাইয়ুম খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে রাষ্ট্রীয় সম্মানী ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাহামুদ পারভেজ জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহাসচিব আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, নাজির আহমেদ চৌধুরী মাকছুদ, রফিকুল ইসলাম, সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক গেদু চাচা, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা। এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, আলহাজ শরীফ উদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংঘঠনের হুমায়ুন কবির, হাজী এমদাদ, নুরুজ্জামান ভুট্টো প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর