সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

৬% সুদে সরকারি আমানত চান ব্যাংকাররা

নিজস্ব প্রতিবেদক

ঋণ সুদহার কমানোর জন্য ছয় শতাংশে আমানত চান ব্যাংকাররা। সরকারি আমানতের সুদহার ছয় শতাংশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানিয়েছেন ব্যাংকাররা। আমানতের হার ৬ শতাংশ নিশ্চিত না করা পর্যন্ত ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলেও তারা  বলেছেন। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) এ দাবি জানান। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে সরকারি-বেসরকারি সব ব্যাংকের এমডিরা ও বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের এমডিরা জানান, বিভিন্ন কারণে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে আমানত পাওয়া যাচ্ছে না। এমনকি সরকারি সংস্থার আমানতও পাওয়া যাচ্ছে না। ৬ শতাংশ সুদে আমানত না পেলে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকের মালিকরাই সুদহার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, সরকারি সব ব্যাংক এবং দু-একটি বেসরকারি ব্যাংক নয়ছয় সুদহার কার্যকর করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সুদহার কমানোর জন্য ব্যাংকগুলো চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর