সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত ছাড়া জনস্বার্থে রিট নয় : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির সংশ্লিষ্টরা ছাড়া কেউ জনস্বার্থে রিট করতে পারবেন না। এখন থেকে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ নিতে হলে পরিবারের সদস্যদের মামলা করতে হবে বলে মন্তব্য করেছে হাই কোর্ট। গতকাল একটি রিট আবেদেনর শুনানিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এমন মন্তব্য করে। গত ১৫ জুলাই সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের সঙ্গে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনে ও শিশুসহ ১১ জন নিহত এবং তিনজন আহতের ঘটনায় করা রিটের শুনানিতে রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে হাই কোর্টের এমন মন্তব্য আসে। এরপর প্রত্যেক রেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।

 রেল সচিব, রেল মহাপরিচালক, এলজিআরডি সচিব এবং এলজিইডির প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেন রিটকারি আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

সর্বশেষ খবর