মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে গতকাল ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে প্রথম দিনে ভিড় কম লক্ষ্য করা যাচ্ছে। গতকাল দেওয়া হয়েছে ঈদের ছুটির পর ১৪ আগস্টের টিকিট। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, সকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় টিকিট প্রত্যাশীদের ভিড় কম। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি করা হয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। এজন্য টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে রাখতে হবে। আগাম টিকিট কোনোভাবেই ফেরত নেওয়া হবে না। এছাড়া ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট দেওয়া হবে। রাজশাহী রেলওয়ে স্টেশনের মোট ৬টি কাউন্টারের মাধ্যমে ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

 এবারও কাউন্টার থেকে ৫০ ভাগ টিকিট এবং অ্যাপস ও অনলাইনের মাধ্যমে ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে।

সর্বশেষ খবর