শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে উচিত বিচার করা হবে

--------- পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের সঙ্গে জড়িত অধিকাংশেরই বিচার হয়েছে। এখনো যারা বিদেশে পালিয়ে রয়েছেন, তাদেরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে উচিত বিচার করা হবে।

গতকাল পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সূত্রাপুর থানা আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এম এ মান্নান বলেন, ’৭১-র পরাজিত শত্রুরা এখনো ষড়যন্ত্র করছে। তাই প্রত্যেককে ঘরের বাইরে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করতে হবে। ঘরে বসে চুপচাপ সমর্থন করলে হবে না। সূত্রাপুর থানা সভাপতি অধ্যক্ষ আহসান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ সরকার রানা প্রমুখ।

সর্বশেষ খবর