Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৮ আগস্ট, ২০১৯ ২৩:১৮

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অক্টোবরে

বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরে। সেপ্টেম্বরে সমাবেশ করতে চেয়েছিলেন দলটির শীর্ষ নেতারা। কিন্তু সেপ্টেম্বরে পূজা ও বর্ষার কারণে সেটি অক্টোবরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে ২৯ জুলাই বিভাগীয় মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু বন্যা ও ডেঙ্গু জ্বরের কারণে সেটি স্থগিত করা হয়। তিনি বলেন, ‘আমরা মাঠে সমাবেশটি করতে চাই। এ কারণে কিছুটা সময় নিয়ে সেটি অক্টোবরে করার সিদ্ধান্ত হয়েছে।’ গতকাল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে সবাই মিলে অক্টোবরে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ জেলা ও উপজেলার অর্ধশত নেতা উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর