Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০২:১৬

সিলেটে যে কোনো মূল্যে সমাবেশ করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে যে কোনো মূল্যে সমাবেশ করতে চায় বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি চলছে। আগামী ২১ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ সমাবেশ হতে পারে। যে কোনো মূল্যে এ সমাবেশ করতে নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল সন্ধ্যায় সিলেটে এ বিভাগের বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি।

নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়া, এম এ হক প্রমুখ।

 ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম প্রমুখ।

 ও কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক প্রমুখ।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর