শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেটে অস্ত্রসহ গ্রেফতার পীযূষ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি দে-কে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দিয়ে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে পাঠান। জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে নগরীর জিন্দাবাজারে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্র হাতে পীযূষের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে তালতলার একটি আবাসিক হোটেলে চাঁদা না পেয়ে কক্ষ দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পীযূষ। ৬ আগস্ট জিন্দাবাজারে পীযূষের অনুসারীরা তিন প্রবাসীকে মারধর করে। বিভিন্ন অভিযোগে পীযূষের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬টি মামলা আছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

অভিযোগ আছে, নগরীর মির্জাজাঙ্গালে আস্তানা গড়ে তুলেছিলেন পীযূষ কান্তি দে। তবে প্রবাসীদের ওপর হামলার ঘটনার পর আস্তানায় যাতায়াত কমিয়ে দেয়। বুধবার রাতে সেখানে গিয়েই গ্রেফতার হন পীযূষ। গ্রেফতারকৃত অন্যরা হলেন- নগরীর কোতোয়ালি থানাধীন মনিপুর রাজবাড়ীর মৃত আশ্বিনী কুমার পালের ছেলে বাপ্পা পাল (৪২), মির্জাজাঙ্গালের মৃত পরেশ রায়ের ছেলে মন্টি রায় (৪০) ও গোলাপগঞ্জ থানার রানীখাইলের রুস্তুম খানের ছেলে রায়হান খান (২৫)। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, পীযূষ ও তার সহযোগীদের একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ৩টি রামদা ও পাঁচ হাজার ৫৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, গতকাল সকালে র‌্যাব তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর মহানগর বিচারিক আদালতে তাদের হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ খবর