শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জলপথের পণ্য পরিবহনে বসুন্ধরা শিপিং

রাজধানীতে মেরিটাইম শিল্পের প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

জলপথের পণ্য পরিবহনে বসুন্ধরা শিপিং

দেশের জলপথের পণ্য পরিবহনে এখন শীর্ষ প্রতিষ্ঠান বসুন্ধরা শিপিং লিমিটেড। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির জাহাজ ব্যবস্থাপনা করছে বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানটি। শুধু জলপথের নিরাপদ পণ্য পরিবহন নয়, বসুন্ধরা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৈরি করছে বিশ্বমানের জাহাজ। বিশ্বের শীর্ষস্থানীয় অনেক কোম্পানির জাহাজ তৈরি করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। এসবের মধ্যে রয়েছে অয়েল ট্যাংকার, সাধারণ কার্গো জাহাজ, সিমেন্ট ক্যারিয়ার ইত্যাদি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবিতে আয়োজিত মেরিটাইম প্রদর্শনীতে দর্শনার্থীদের সামনে এসব তুলে ধরেছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানগুলো। তিন দিনের প্রদর্শনী আজ শেষ হচ্ছে।

গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিনে গিয়ে দেখা গেছে দেশের জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট, বন্দর সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড়                 করছে। প্রদর্শনীতে শিপ রিসাইক্লিং, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং লজিস্টিক, ফিশিং ভেসেলস ফিশারি, শিপ বিল্ডিং শীর্ষক বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে। দেশের সম্ভাবনাময় ব্লু ইকোনমিতে নতুন ধারা সংযোজনে শিল্পোদ্যোক্তাদের জন্য আয়োজন করা হয়েছে প্রদর্শনী। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশ-বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। শিপ ব্রেকিং শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো নিয়ে এসেছে বিশ্বসেরা আধুনিক প্রযুক্তি। দেশের ব্লু অর্থনীতিতে রপ্তানি পণ্যের সম্ভাবনাময় এই খাতে বিনিয়োগের সঙ্গে পরিচিত হতে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন উদ্যোক্তরা। স্যাভর ইন্টারন্যাশনাল আয়োজিত প্রদর্শনীতে মেরিটাইম ও অফশোর শিল্পে বাংলাদেশি ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। প্রদর্শনীতে ১৪টি দেশের ১৬০টি স্টল রয়েছে। বসুন্ধরা গ্রুপের স্টলে গিয়ে দেখা গেছে দেশীয় জাহাজ নির্মাণ, মেইনটেন্যান্স-সংক্রান্ত তিনটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বসুন্ধরা ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড, বসুন্ধরা শিপিং লিমিটেড ও বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানগুলো অয়েল ট্যাংকার, কার্গো ভেসেল, ড্রেজিং ও শিপ মেইনটেন্যান্সের শীর্ষ প্রতিষ্ঠান। এর মধ্যে বসুন্ধরা শিপিং লিমিটেডের কার্যক্রম সম্পর্কে কথা বলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ইলিয়াস হোসেন। তিনি বলেন, বর্তমানে আমাদের ক্লায়েন্ট রয়েছে অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল, ডাম্পস্কিবসেলসকাবেট নর্ডান, সিট্রেক ট্রান্স, প্লাটিনা বাল্ক ক্যারিয়ার, জিয়ানগ্লোং শিপিং, ভিক্টোরি শিপিং, থরকো প্রজেক্ট, ভারামার গ্রুপ, কোপাক শিপিং, হুন্দাই গ্লোভিস, সেমকোর মতো আন্তর্জাতিক কোম্পানি। এই প্রতিষ্ঠান গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২৪ ঘণ্টা সার্ভিস দেয়। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে পণ্য পরিবহনে কাজ করে প্রতিষ্ঠানটি। দেশীয় কোম্পানির মধ্যে আকিজ গ্রুপ, অরিয়ন গ্রুপ, করিম গ্রুপ, নওয়াপাড়া গ্রুপের জাহাজ মেইনটেন্যান্স করছে বসুন্ধরা। এ ছাড়া বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড জাহাজ নির্মাণ শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তৈরি করছে অয়েল ট্যাংকার, কার্গো ভেসেলসহ বিভিন্ন জাহাজ। সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম প্রদর্শিত হচ্ছে এ মেলায়। বসুন্ধরা ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড দেশের ড্রেজিং শিল্পের অন্যতম পথিকৃৎ। বর্তমানে দেশের নদী ড্রেজিংয়ের ক্ষেত্রে প্রধান শিল্পপ্রতিষ্ঠান। বিআইডিএলের সিনিয়র এক্সিকিউটিভ শাহিন বেল্লাল জানান, বর্তমানে কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র, ভৈরব; টাঙ্গাইলের ধলেশ্বরী, নরসিংদীর আড়িয়াল খাঁ, নেত্রকোনার কংস, দোহারের পদ্মায় ড্রেজিং করছে প্রতিষ্ঠানটি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর