বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সকালে এ ঘটনাকে কেন্দ্র করে মৃতের স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মৃতের স্বজন মো. জাহাঙ্গীর জানান, সদর উপজেলার চর কাউয়া এলাকার বাসিন্দা বশির খানের স্ত্রী সুলতানা বেগম (৩২) গত ২৭ আগস্ট নগরীর হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। বাড়ি ফেরার ২/৩দিন পরই সুলতানা অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রেডক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ১৫ সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় শেরে বাংলা মেডিকেলের মহিলা সার্জারি-৩ ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        