বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দেশের প্রথম ট্যুরিস্ট বাস চালু হলো সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে ট্যুরিস্ট বাস। গতকাল দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এছাড়া ঢাকার বাইরে এই প্রথম সিলেটে নিজের কার্যালয় চালু করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জানা গেছে, সিলেট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে দুটি ট্যুরিস্ট বাস চালু হয়েছে। আগামীতে আরও ৬টি ট্যুরিস্ট বাস যুক্ত হবে। এসব বাসে এসি ও ওয়াইফাই আছে। সিলেট থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাবে এসব আধুনিক বাস। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘সিলেটে ট্যুরিস্ট বাস চালুর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এর অংশ হেতে পেরে আমি খুবই ভাগ্যবান।’ এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল,  সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর