সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় আওয়ামী লীগ নেতাকে নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরে একাধিক সরকারি বাড়ি দখল ও নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামের বিরুদ্ধে। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন খালিশপুরের বাসিন্দা এস এম রাজা ও ভুক্তভোগী মো. আবদুল কুদ্দুস। এদিকে একই স্থানে গতকাল পাল্টা সংবাদ সম্মেলনে এ অভিযোগ মিথ্যা বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম। তবে স্থানীয় রাজনীতির প্রথম সারির এ নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের  অভিযোগ আলোচনায় জায়গা পেয়েছে। গত বৃহস্পতিবার আশরাফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নির্দিষ্ট ব্যবসা-বাণিজ্য না থাকা সত্ত্বেও এই আওয়ামী লীগ নেতা নামে-বেনামে কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। হাউজিং অফিসে জালিয়াতি করে কাগজপত্র তৈরি করে একাধিক সরকারি বাড়ি দখল করেছেন। অভিযোগকারীরা চলমান শুদ্ধি অভিযানে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম বলেন, মেসার্স সাকিব কনস্ট্রাকশন নামে তার ঠিকাদারি ব্যবসা রয়েছে এবং দেশের কোনো ব্যাংকে তার বা পরিবারের কোনো সদস্যের নামে এফডিআর নেই। ব্যক্তিগতভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর