বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জলাবদ্ধতা নিরসনে নতুন প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সংকটের উত্তরণ ঘটাতে হবে। তিনি গতকাল নগর ভবনে ‘খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্পে নিয়োজিত প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন কাজের প্রতিবন্ধকতা দূর করতে নদী ও খালের ওপর  থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। পাশাপাশি যানজট নিরসনকল্পে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করা হয়েছে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য সৃষ্টি এবং নাগরিকসেবা সম্প্রসারণের লক্ষ্যে কেসিসি আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ কাজে সহযোগিতায় নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেসিসির কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, ইমাম হাসান চৌধুরী ময়না, কাজী আবুল কালাম আজাদ, জেড এ মাহমুদ ডন, ফকির মো. সাইফুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর