মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
এনআইডি জালিয়াতি

চট্টগ্রাম ইসির আরেকজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াত চক্রে সরকারি কর্মচারীর সংখ্যা বাড়ছে। আতঙ্কের মধ্যে রয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন অফিসের স্টাফরা। কমিশনের স্টাফ ছাড়াও কারা এ ঘটনায় জড়িত তা বের করতে কাজ করছেন কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তা, দুদকসহ অনেকেই।

গতকাল রোহিঙ্গাদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে সর্বশেষ চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিসসহায়ক নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এনআইডি কেলেঙ্কারির ঘটনায় নির্বাচন কমিশনের চার কর্মচারীসহ মোট ১১ জন গ্রেফতার হলেন। দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরের লাভ লেনে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে নাজিমকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেররিজম ইউনিট। এ পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন- নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের কর্মী শাহনূর মিয়া, অস্থায়ী কর্মী মোস্তফা ফারুক, মো. শাহীন, মো. জাহিদ হাসান ও পাভেল বড়–য়া এবং চট্টগ্রামের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আবুল খায়ের ভূঁইয়া ও মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন। তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়–য়া বলেন, ‘এনআইডি-সংক্রান্ত মামলায় এর আগে গ্রেফতার হওয়াদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাজিমকে গ্রেফতার করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর