মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিটফোর্ডে কোটি টাকার ওষুধ জব্দ, ২৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার মিটফোর্ড এলাকার মিটফোর্ড টাওয়ার নামে একটি মার্কেটে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের নকল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৮ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি জানান, মিটফোর্ড ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে নকল ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও টেস্ট কিটের সন্ধান পাওয়া যায়। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধসহ বিভিন্ন মেডিকেল সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। এসব নকল সামগ্রী ব্যবহার মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া মানহীন নকল ওষুধ ব্যবহারে রোগীর উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। এসব নকল ওষুধ ও মেডিকেল সামগ্রী বিক্রির দায়ে ছয় প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর