হঠাৎ ডাকা পরিবহন ধর্মঘটের অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজি ও মাছের দাম। প্রকারভেদে সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা আর মাছ ২০ থেকে ১০০ টাকা বেড়েছে। অপরিবর্তিত আছে ডিম, মুরগি ও মাংসের দাম। এদিকে পাইকারি বাজারে প্রতিদিন দেশি-বিদেশি পিয়াজের দাম কমলেও, তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। এখনো প্রতিকেজি দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা আর বিদেশি পিয়াজ ১৬০ টাকায়। এ অবস্থায় চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বাজারজাত নিয়ে আগামীকাল শিল্প, বাণিজ্য এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে এফবিসিসিআই। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা জানান, পণ্য পরিবহন ধর্মঘটের কারণে অনেক জেলা থেকে বাজারে মাল না আসায় ঘাটতি রয়েছে। এতে পাইকারি বাজারে দাম বাড়তি হওয়ায় প্রভাব পড়েছে খুচরাতে। এদিকে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মিসর, তুরস্ক ও মিয়ানমারের পিয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৭০ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খান সাংবাদিকদের জানান, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য দূর করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন। তারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ব্যবধান বেশি হলে জরিমানাও করছেন। রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, খিলগাঁও, ফকিরাপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি কাঁচাবাজারে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৭০ থেকে ১০০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা-ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা। অথচ দুই দিন আগেও এসব বাজারে সব সবজির দামই ছিল সহনীয় পর্যায়ে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আরফান মাহমুদ বলেন, আজ পাইকারি বাজারে পণ্য সংকট রয়েছে। অবরোধের কারণে অনেক জেলা থেকে পণ্য আসেনি। এজন্য সেখানে দাম বেশি রয়েছে যার প্রভাব পড়েছে খুচরাতে। তবে তার কথা মানতে নারাজ এ বাজারেরই ক্রেতা হামিদা। তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটে এই বাড়তি দাম। মাছের বাজারও বেশ চড়া। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বাজারজাত নিয়ে করণীয় নির্ধারণে আগামীকাল তিন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই। এই তিন মন্ত্রী হলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এফবিসিসিআই জানিয়েছে, ওই বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, তেল, পিয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোলট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের নির্দেশনা নিয়ে আলোচনা হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পিয়াজের দাম এখনো চড়া
ধর্মঘটের অজুহাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর