হঠাৎ ডাকা পরিবহন ধর্মঘটের অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজি ও মাছের দাম। প্রকারভেদে সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা আর মাছ ২০ থেকে ১০০ টাকা বেড়েছে। অপরিবর্তিত আছে ডিম, মুরগি ও মাংসের দাম। এদিকে পাইকারি বাজারে প্রতিদিন দেশি-বিদেশি পিয়াজের দাম কমলেও, তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। এখনো প্রতিকেজি দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা আর বিদেশি পিয়াজ ১৬০ টাকায়। এ অবস্থায় চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বাজারজাত নিয়ে আগামীকাল শিল্প, বাণিজ্য এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে এফবিসিসিআই। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা জানান, পণ্য পরিবহন ধর্মঘটের কারণে অনেক জেলা থেকে বাজারে মাল না আসায় ঘাটতি রয়েছে। এতে পাইকারি বাজারে দাম বাড়তি হওয়ায় প্রভাব পড়েছে খুচরাতে। এদিকে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মিসর, তুরস্ক ও মিয়ানমারের পিয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৭০ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খান সাংবাদিকদের জানান, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য দূর করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন। তারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ব্যবধান বেশি হলে জরিমানাও করছেন। রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, খিলগাঁও, ফকিরাপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি কাঁচাবাজারে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৭০ থেকে ১০০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা-ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা। অথচ দুই দিন আগেও এসব বাজারে সব সবজির দামই ছিল সহনীয় পর্যায়ে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আরফান মাহমুদ বলেন, আজ পাইকারি বাজারে পণ্য সংকট রয়েছে। অবরোধের কারণে অনেক জেলা থেকে পণ্য আসেনি। এজন্য সেখানে দাম বেশি রয়েছে যার প্রভাব পড়েছে খুচরাতে। তবে তার কথা মানতে নারাজ এ বাজারেরই ক্রেতা হামিদা। তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটে এই বাড়তি দাম। মাছের বাজারও বেশ চড়া। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বাজারজাত নিয়ে করণীয় নির্ধারণে আগামীকাল তিন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই। এই তিন মন্ত্রী হলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এফবিসিসিআই জানিয়েছে, ওই বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, তেল, পিয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোলট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের নির্দেশনা নিয়ে আলোচনা হবে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
পিয়াজের দাম এখনো চড়া
ধর্মঘটের অজুহাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর