হঠাৎ ডাকা পরিবহন ধর্মঘটের অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজি ও মাছের দাম। প্রকারভেদে সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা আর মাছ ২০ থেকে ১০০ টাকা বেড়েছে। অপরিবর্তিত আছে ডিম, মুরগি ও মাংসের দাম। এদিকে পাইকারি বাজারে প্রতিদিন দেশি-বিদেশি পিয়াজের দাম কমলেও, তার প্রভাব পড়েনি খুচরা বাজারে। এখনো প্রতিকেজি দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা আর বিদেশি পিয়াজ ১৬০ টাকায়। এ অবস্থায় চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বাজারজাত নিয়ে আগামীকাল শিল্প, বাণিজ্য এবং খাদ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে এফবিসিসিআই। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারের বিক্রেতারা জানান, পণ্য পরিবহন ধর্মঘটের কারণে অনেক জেলা থেকে বাজারে মাল না আসায় ঘাটতি রয়েছে। এতে পাইকারি বাজারে দাম বাড়তি হওয়ায় প্রভাব পড়েছে খুচরাতে। এদিকে রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মিসর, তুরস্ক ও মিয়ানমারের পিয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৭০ টাকায়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খান সাংবাদিকদের জানান, পাইকারি ও খুচরা বাজারের মধ্যে পার্থক্য দূর করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা বাজার মনিটরিং করছেন। তারা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ব্যবধান বেশি হলে জরিমানাও করছেন। রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, খিলগাঁও, ফকিরাপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি কাঁচাবাজারে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, গাজর ৭০ থেকে ১০০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা-ধুন্দল ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা। অথচ দুই দিন আগেও এসব বাজারে সব সবজির দামই ছিল সহনীয় পর্যায়ে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আরফান মাহমুদ বলেন, আজ পাইকারি বাজারে পণ্য সংকট রয়েছে। অবরোধের কারণে অনেক জেলা থেকে পণ্য আসেনি। এজন্য সেখানে দাম বেশি রয়েছে যার প্রভাব পড়েছে খুচরাতে। তবে তার কথা মানতে নারাজ এ বাজারেরই ক্রেতা হামিদা। তিনি বলেন, ব্যবসায়ী সিন্ডিকেটে এই বাড়তি দাম। মাছের বাজারও বেশ চড়া। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এ অবস্থায় নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি ও বাজারজাত নিয়ে করণীয় নির্ধারণে আগামীকাল তিন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই। এই তিন মন্ত্রী হলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এফবিসিসিআই জানিয়েছে, ওই বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, তেল, পিয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোলট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের নির্দেশনা নিয়ে আলোচনা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ