শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

থামছেই না হালদায় মাছ ধরা, পাঁচ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ হলেও তা কোনো মতেই থামছে না। রাতের আঁধারে বা প্রশাসনের নজর ফাঁকি দিয়ে মাছ ধরার অপচেষ্টা চলছে। গতকাল ভোরেও অভিযান পরিচালনা করে হালদা নদীর মেখল ইউনিয়নের অংশ থেকে ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়। এই অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘একটি দুষ্ট চক্র রাতের আঁধারে, বন্ধের দিনসহ বিভিন্ন সময়ে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে মাছ ধরার অপচেষ্টা চালায়। শুক্রবার ভোরেও অভিযান পরিচালনা করে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’ হাটহাজারী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হালদা নদী দূষণের বিরুদ্ধে এক বছরে পরিচালিত হয় প্রায় ৭০টি অভিযান। জব্দ করা হয় প্রায় দেড়লাখ মিটার ভাসা ও ঘেরা জাল। ধ্বংস করা হয় বালি উত্তোলনে ব্যবহৃত ১৭টি ড্রেজার এবং ইঞ্জিনচালিত নৌকা। জব্দ করা হয় অবৈধভাবে উত্তোলিত এক লাখ তিন হাজার ঘনফুট বালি। এসব অপরাধে দুই লাখ টাকা জরিমানা আদায় ও বিভিন্ন মেয়াদে দ- দেওয়া হয় তিনজনকে। তাছাড়া হালদায় হাটহাজারী পৌর এলাকার নানা বর্জ্য ঠেকাতে প্রধান খাল ‘কামাল পাড়া খালের’ মুখে স্থাপন করা হয় লোহার গ্রিল। প্রতি সপ্তাহেই পরিষ্কার করা হয় আটকে থাকা আবর্জনা।

 ফলে বন্ধ করা হয় পৌর এলাকার বিভিন্ন নালা-নর্দমা থেকে আসা আবর্জনা ফেলা। প্রতি সপ্তাহে প্রায় দুইটন বর্জ্য অপসারণ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর