শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মানবিক গুণসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক

মানবিক গুণের অধিকারী ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানার স্বাক্ষরিত পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাব মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। ড. জাফর ইকবাল বলেন, শিক্ষার আসল উদ্দেশ্য হলো ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষই একটি সমাজ ও দেশকে এগিয়ে নিতে পারে। মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্ত থাকতে তিনি শিক্ষার্থীদের বই পড়ার উপদেশ দেন।

 তিনি আরও বলেন, তোমাদের মস্তিষ্ককে ব্যবহার করতে হবে। বই পড়লে মস্তিষ্কের সঠিক ব্যবহার হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর