বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনার অবকাঠামো উন্নয়নের দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু ও নগরীর শের-এ বাংলা রোড ৪ লেনে উন্নীতকরণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ জামান। এ সময় রূপসা ব্রিজ থেকে রূপসা ঘাট পর্যন্ত ৪ লেন সড়ক, নদীর তীর ঘেঁষে শহররক্ষা বাঁধ ও দৃষ্টিনন্দন রিভারভিউ রোড নির্মাণের দাবিতে আগামী ৮ ডিসেম্বর পিকচার প্যালেস মোড়ে এবং খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনা-দর্শনা ডাবল রেললাইন স্থাপনের দাবিতে ১১ ডিসেম্বর নব-নির্মিত রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর