চমকের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চার নেতার তিনজনই বাদ পড়েছেন নতুন কমিটিতে। দীর্ঘদিন পর পদ হারানোর ঘটনায় পদবঞ্চিতদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে তারা অভিনন্দন জানাচ্ছেন নতুন নেতৃত্বকে। একই সঙ্গে নতুন নেতৃত্বকে পাশে থেকে সিলেটে আওয়ামী লীগকে আরও গতিশীল করার আশ্বাস দিচ্ছেন তারা। পদপ্রাপ্তরা সম্মেলনের পর ছুটেছেন পদবঞ্চিতদের বাসায়। দল চালানোর জন্য তারা সাহায্য-সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন অগ্রজদের কাছে। পদপ্রাপ্ত ও পদ হারানো নেতাদের পারস্পরিক এ সম্পর্ককে সিলেটের রাজনীতির দীর্ঘদিনের সৌন্দর্য বলে মন্তব্য করে রাজনৈতিক সচেতন মহল। সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি মাসুক উদ্দিন আহমদ গতকাল সকালে ছুটে যান মহানগরের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসায়। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আগামীতে দল গোছাতে তাদের সাহায্য চান। কামরান ও শফিক দলের স্বার্থে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাসুককে। এদিকে, কামরান, শফিক ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাক আসাদ উদ্দিন আহমদের বাসায় বৃহস্পতিবার যান মহানগর আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তারাও অগ্রজদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন। এদিকে, গতকাল হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়মাী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মাজার জিয়ারত করেন।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
পদবঞ্চিতদের বাসায় মাসুক-জাকির-নাসির
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর