শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পদবঞ্চিতদের বাসায় মাসুক-জাকির-নাসির

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চমকের মধ্য দিয়ে শেষ হয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চার নেতার তিনজনই বাদ পড়েছেন নতুন কমিটিতে। দীর্ঘদিন পর পদ হারানোর ঘটনায় পদবঞ্চিতদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে তারা অভিনন্দন জানাচ্ছেন নতুন নেতৃত্বকে। একই সঙ্গে নতুন নেতৃত্বকে পাশে থেকে সিলেটে আওয়ামী লীগকে আরও গতিশীল করার আশ্বাস দিচ্ছেন তারা। পদপ্রাপ্তরা সম্মেলনের পর ছুটেছেন পদবঞ্চিতদের বাসায়। দল চালানোর জন্য তারা সাহায্য-সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন অগ্রজদের কাছে। পদপ্রাপ্ত ও পদ হারানো নেতাদের পারস্পরিক এ সম্পর্ককে সিলেটের রাজনীতির দীর্ঘদিনের সৌন্দর্য বলে মন্তব্য করে রাজনৈতিক সচেতন মহল। সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি মাসুক উদ্দিন আহমদ গতকাল সকালে ছুটে যান মহানগরের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর বাসায়। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আগামীতে দল গোছাতে তাদের সাহায্য চান। কামরান ও শফিক দলের স্বার্থে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাসুককে। এদিকে, কামরান, শফিক ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাক আসাদ উদ্দিন আহমদের বাসায় বৃহস্পতিবার যান মহানগর আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তারাও অগ্রজদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন। এদিকে, গতকাল হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়মাী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মাজার জিয়ারত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর