শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে রেজিস্ট্রেশন কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। ওই কমপ্লেক্সের ভিতরে জেলা রেজিস্ট্রারের কার্যালয় এবং বাড্ডা ও উত্তরার সাব-রেজিস্ট্রার অফিসে ঢুকে আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। মূল্যবান দলিলপত্রের সঙ্গে সিসি ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, বুধবার দিনগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটতে পারে। গতকাল সকালে অফিসে ঢুকে চুরির ঘটনা জানতে পারেন সেখানকার কর্মচারীরা। যেসব দফতরে চুরির ঘটনা ঘটেছে সেখানে রাজধানীর বিভিন্ন এলাকার জমির দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ করা হয়।

রেজিস্ট্রেশন কমপ্লেক্সের কর্মচারীরা জানিয়েছেন, ভবনের পেছন দিকের জানালার গ্রিল ভাঙা এবং কক্ষ তছনছ অবস্থায় ছিল। ঠিক কী কী চুরি হয়েছে তার পুরো হিসাব এখনো করা যায়নি। 

শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, এটি পরিকল্পিত চুরি। খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ডিজিটাল পদ্ধতিতে তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর