সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বন্দরকে ৫০ বছর এগিয়ে নেওয়ার কাজ হচ্ছে

-------- মেজর (অব.) রফিকুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৫০ বছর পর কি পরিমাণ চাপ হবে তা চিন্তা করেই উন্নয়ন কাজ ও ইক্যুইপমেন্ট সংগ্রহ করা হচ্ছে। এটা যদি ৫০ বছর আগে করা হতো, তাহলে আমরা এর সুফল এখনই ভোগ করতে পারতাম। গতকাল চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে  নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় কমিটির সদস্য রণজিৎ কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, এসএম শাহজাদা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুছ ছাত্তার, উপ সচিব বেগম মালেকা পারভীন, ড. দয়াল চাঁদ মন্ডল, জাতীয় সংসদ সচিবালয়ের উপ পরিচালক আবদুল জব্বার, সিনিয়র সহকারী সচিব এসএম আমিনুল ইসলাম, বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর