শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ঢাকা সিটি নির্বাচন

নানা কৌশল অবলম্বন করছে বিএনপি : তাপস

নিজস্ব প্রতিবেদক

নানা কৌশল অবলম্বন করছে বিএনপি : তাপস

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকাবাসীর জন্য বিএনপির কোনো রূপরেখা নেই। তারা জাতীয় রাজনীতির একটি কৌশল হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা তারা  নিজেরাই বলেছে। এজন্য তারা বিভিন্নভাবে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে। গতকাল রাজধানীর মুগদা সিএনজি স্টেশন এলাকায়  নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা গণসংযোগে রয়েছি। আর তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সচেষ্ট রয়েছে। আমরা ঢাকাবাসীর কাছে যাচ্ছি এবং আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি। ঢাকাবাসী সেটা সাদরে গ্রহণ করছেন। প্রতিটি ওয়ার্ডে আধুনিক সেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটির আওতায় নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড রয়েছে। আমরা সেই ওয়ার্ডগুলোতে আধুনিক নগরের সব সেবা ও সুবিধাগুলো প্রদান করতে চাই। আমরা দীর্ঘমেয়াদি ৩০ বছরের নতুন পরিকল্পনা করব। সেখানে এই ১৮টি ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে পরিণত করার মহাপরিকল্পনা প্রণয়ন করছি। তিনি বলেন, নির্বাচনে দলমত নির্বিশেষে ঢাকাবাসী তাদের সেবক নির্বাচিত করবেন। আমি আশা করব, আমরা ঢাকার পরিবর্তনের যে নতুন রূপরেখা দিয়েছি ঢাকাবাসী সেই ঐতিহ্য, সুন্দর ও সুশাসিত ঢাকার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে রায় প্রদান করবেন।

পথসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কামালসহ অন্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও গতকাল শান্তিনগর, পল্টন, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় গণসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, যুবলীগের বেলাল হোসেন, আতাউর রহমান, মহানগর যুবলীগের মোরসালিন আহমেদ, মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ। পুরান ঢাকায় গণসংযোগ করেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা লীগের নেত্রীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর