বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম-হাটহাজারী

মহাসড়কের ‘বিষফোঁড়া’ উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মহাসড়কের ‘বিষফোঁড়া’ উচ্ছেদ

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের যানজটের বিষফোঁড়া খ্যাত পৌরসভার বাস স্টেশনের অবৈধ স্থাপনাগুলো গতকাল উচ্ছেদ করা হয় -দিদারুল আলম

চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের যানজটের বিষফোঁড়া খ্যাত পৌরসভার বাস স্টেশনের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা। এর আগে ১৯ জানুয়ারিও স্টেশন এলাকায় অভিযান পরিচালিত হয়েছিল। দুই দফার অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ছয় শতক সরকারি জায়গা উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম, টিআইও মোস্তাফিজ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর