শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামের বইমেলায় থাকবে নানা অনুষঙ্গ

ব্যস্ত প্রকাশক ও আয়োজকরা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় অমর একুশে বইমেলাকে নান্দনিক, সমৃদ্ধ ও বর্ণিল করতে এবার যোগ করা হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। প্রথমবারের মতো থাকবে তিন দিনের দেশি-বিদেশি খ্যাতিমান লেখক সম্মেলন। পাশাপাশি দিনব্যাপী থাকবে নাট্যোৎসব, ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য বর্ণমালা উৎসব, শিশু প্রহরসহ নানা আয়োজন। ইতিমধ্যে বইমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে অবকাঠামো তৈরির কাজ। অন্যদিকে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের প্রকাশকরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)                সার্বিক ব্যবস্থাপনা ও সৃৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় ১০ থেকে ২৯ ফেব্রুয়ারি নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে বইমেলা হবে। মেলায় স্টল থাকবে ২০০। বাকিগুলো ফুড, তথ্য কেন্দ্র, পুলিশ ও অফিসসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। স্থানীয় ৩৮টি প্রকাশনা সংস্থা প্রায় ৬০০ বই প্রকাশ করবে। চসিকসূত্রে জানা যায়, গতবারের অভিজ্ঞতা পুঁজি করে এবার বইমেলা আরও সমৃদ্ধ করতে প্রস্তুতি নিয়েছে চসিক ও সৃৃজনশীল প্রকাশক পরিষদ। প্রথমবারের মতো ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি হবে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের নিয়ে লেখক সম্মেলন। এ ছাড়া অটিজম-প্রতিবন্ধী ও সচেতনতাবিষয়ক লেখা নিয়ে থাকবে বিশেষ কর্নার। থাকবে শিশুতোষ কর্নার, লিটল ম্যাগ কর্নার, গান-কবিতা-আবৃত্তি নিয়ে শিশুদের জন্য ‘শিশুপ্রহর’। চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া বলেন, ‘তিন দিনের লেখক সম্মেলনে কলকাতা, উড়িষ্যা, আসাম ও দেশের জাতীয় লেখকদের সম্মিলন ঘটানো হবে। তা ছাড়া এক দিন করে থাকবে আবৃত্তি, বর্ণমালা ও শিশুপ্রহর উৎসব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর