বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা

হল সুপার বরখাস্ত চার কক্ষ পরিদর্শককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ভুল প্রশ্নপত্রে এসএসসি’র বাংলা প্রথমপত্র পরীক্ষা নেওয়ার ঘটনায় নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হল সুপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ৪ শিক্ষককেও পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক তোলপাড় হওয়ার পর জেলা প্রশাসন গতকাল এই পদক্ষেপ নেয়। ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে। দুটি কমিটিকে পরবর্তী ৫ ও ৩ কার্র্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত হলেন- হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার নাজমা বেগম, বিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদা বেগম, মো. সাইদুজ্জামান এবং সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহানাজ পারভীন শিমু ও শেখ জেবুন্নেছা। এদিকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। জেলা প্রশাসন গঠিত কমিটিকে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসকে। কমিটিকে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অপরদিকে শিক্ষা বোর্ড গঠিত তদন্ত কমিটির প্রধান হয়েছেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আব্বাস উদ্দিন। এই কমিটিকে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর