বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রতিবন্ধীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন গুণীজনরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, এক্সপার্ট অন হিউম্যান রাইটস উইথ ডিসঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট প্রাকটিশনার মনসুর আহম্মেদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের সভাপতি নাছিমা আক্তার। ফরিদা ইয়াসমিন বলেন, প্রতিবন্ধী নারীরা এ সমাজের বাইরে নয়। তারা আমাদেরই স্বজন। সুতরাং তাদের বাদ দিয়ে সামনে অগ্রসর হওয়া যাবে না। প্রতিবন্ধীরা যদি সুযোগ পায় তাহলে তারা তাদেও যোগ্যতার প্রমাণ দিতে পারেন। সুতরাং তাদের শিক্ষার সুযোগ দিতে হবে।

 কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। তাহলে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন বহুলাংশে সহজ হবে। কারণ এসডিজির মূল্য বক্তব্যই হচ্ছে সবাইকে নিয়েই উন্নয়ন। কাউকেই বাদ দিয়ে কিছু করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর