রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে চোরাইপথে আনা ফার্নেস অয়েলসহ ট্যাংকার জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন শুল্কবহর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আমদানি করা ৯ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ট্যাংকার জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। গতকাল শুল্কবহর ফ্লাইওভারের মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার আবদুল মোনাফের ছেলে রিজুয়ানুল ইসলাম (৩৫) ও পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার ফয়েজ আহমদের ছেলে মো. রহমান (৩৪)। এর মধ্যে রিজুয়ানুল ইসলাম এসব চোরাই ফার্নেস অয়েলের মালিক পক্ষের লোক ও মো. রহমান ফার্নেস অয়েলবাহী ট্যাংকারের চালক। র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মো. শামীম সরকার বলেন, ‘বিদেশ থেকে চোরাইপথে আনা এসব তেল কর্ণফুলী এলাকা থেকে সীতাকুণ্ড এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তারা জানিয়েছে। দীর্ঘদিন ধরে তারা শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে এসব তেল নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে আসছিল।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর