সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরাও মানুষ আমাদের জীবন আছে। আমরা চাই স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। বর্তমান দুর্মূল্যের বাজারে তিন হাজার টাকা বেতনে একজন মানুষ কি করে চলতে পারে। প্রশাসনের কাছে বিনীত অনুরোধ আমাদের চাকরি স্থায়ীকরণ করে ২৮০টি পরিবারকে রক্ষা করুন।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত (মাস্টাররোল) ২৮০ জন কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধনে এসব বলছিলেন এক প্রতিবন্ধী কর্মচারী। গতকাল বেলা ১১টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে ‘মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বেকার সমস্যা দূরীকরণে তিনি গ্রহণ করছেন নানা পদক্ষেপ। কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ২৫-২৭ বছর ধরে মাস্টাররোল কর্মচারী হিসেবে চাকরি করেও স্থায়ী নিয়োগ পাইনি। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে নির্দেশনা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের চাকরি স্থায়িকরণ করছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর