সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের আকস্মিক মৃত্যু

সিটি নির্বাচনকেন্দ্রিক বিরোধের জের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেরাইদে প্রতিপক্ষের হামলা থেকে ছেলে আলমগীর হোসেনকে (৪০) বাঁচাতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে মা রোকেয়া বেগম রাকিয়ার (৭২)। গুরুতর অবস্থায় রাকিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ জাহিদুল নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, সম্প্রতি শেষ হওয়া সিটি নির্বাচন কেন্দ্রীক বিরোধের জেরে আলমগীরকে কিছু লোক মারধর করে গত বৃহস্পতিবার রাতে। হামলা থেকে বাঁচাতে তার মা রোকেয়া বেগমসহ স্বজনরা এগিয়ে আসেন। ছেলের এ অবস্থা দেখে মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ রয়েছে রোকেয়া বেগমকেও মারধর করা হয়। লাশে মাথার পেছনের দিকে ফোলা দেখা গেছে। এখন আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছি।

মামলার বাদী আলমগীর জানান, ৪২ নম্বর ওয়ার্ডে  আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হাজী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে কাজ করায়, বিদ্রোহী প্রার্থী (বর্তমানে বিজয়ী) আইয়ুব আনসারী মিন্টুর পক্ষের লোকজন জাহিদ, নুর আলম, এমদাদ, আসাদুল, হাসিদুলসহ ১০/১৫ জন তার উপর হামলা চালায়। এতে তার মা রোকেয়া বেগম নিহত হয়েছেন। তিনিও আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর