সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিলম্বে দেওয়া যাবে গ্যাস ও বিদ্যুতের বিল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস কারণে আবাসিক খাতে গ্যাসের গ্রাহকদের বিল প্রদানের সময়সীমা শিথিল করেছে সরকারের জ্বালানি বিভাগ।  গ্রাহকদের  ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসের গ্যাস বিল ব্যাংকে না দিতে নিরুৎসাহিত করা হয়েছে। এ বকেয়া বিল গ্রাহকরা আগামী জুন মাসে সুবিধাজনক সময়ে কোনো জরিমানা ছাড়াই দিতে পারবেন। গতকাল জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। একই সঙ্গে গ্রাহকদের ফেব্রুয়ারি থেকে এপ্রিল এ তিন মাসের বিদ্যুতের বিল মে মাসে জমা দিতে বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ জন্যও জরিমানা গুনতে হবে না। 

করোনা নিয়ন্ত্রণে ডা. জাফরুল্লাহর নেতৃত্বে কমিটি গঠন করুন : দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশিষ্ট ২০ ব্যক্তি গতকাল এক বিবৃতিতে বলেন, সরকারের উচিত করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা। বিবৃতিতে স্বাক্ষর দাতাদের মধ্যে রয়েছেন, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস গবেষক মোস্তফা আনোয়ার খান, সাংবাদিক ইব্রাহিম রহমান, আল্লামা কাজী আজিজুল হক ও গোলাম সবুর এফসিএমএ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর