বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

চরম বিপর্যয়ে দুগ্ধ খামারিরা

নিজস্ব প্রতিবেদক

দেশের দুগ্ধ খামারিরা চরম বিপর্যয়ের মুখে পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন-বিডিএফএ। সংগঠনটি বলেছে, দেশের দুগ্ধ খামার শিল্প হুমকির মুখে। ফলে করোনাভাইরাসের প্রভাবকালীন ও আসন্ন রোজায় দেশে দুধ ও দুধজাতীয় পণ্যের সংকট দেখা দিতে পারে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিডিএফএ সভাপতি ইমরান হোসেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রামের একজন কৃষক গরুর দুধ বিক্রি করে প্রতিদিনের নিজের আহার ও তার পোষা প্রাণীটির জন্য খাবার কিনে আনেন। গত সাত দিন ধরে প্রান্তিক পর্যায়ের একজন খামারি দুধ বিক্রি করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। খামারিদের কোথাও দুধ বিক্রি করতে হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজিতে আবার কোথাও অনেকে বিক্রি করতেই পারছেন না। বর্তমানে মিষ্টির দোকান সবই বন্ধ হয়ে যাওয়ায় এবং জনজীবনে নানা অস্থিরতার কারণে দুধ বিক্রি নিয়ে খামারিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন।

বিডিএফএ বলেছে, দেশের দুগ্ধশিল্প ধংস হয়ে যাওয়ার উপক্রম হবে। সহযোগিতা না পেলে অচিরেই গড়ে ওঠা প্রায় ৫০ শতাংশ খামার বন্ধ হয়ে যাবে।

সর্বশেষ খবর