শিরোনাম
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

করমুক্ত আয়সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই। সংগঠনটি বলেছে, বর্তমান মুদ্রাস্ফীতির হার ও বর্ধনশীল জীবনযাপনের ব্যয় বিবেচনায় রেখে করমুক্ত আয়সীমা বাড়ানো প্রয়োজন। এর সঙ্গে ব্যক্তি-শ্রেণির আয়কর সর্বনিম্ন হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করতে বলেছে ডিসিসিআই। গতকাল সেগুনবাগিচার রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেনের কাছে দেওয়া বাজেট প্রস্তাবে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ। তিনি বলেন, বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া করনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে, আগামী বাজেট প্রণয়ন করতে হবে।

 যাতে সরকার, সাধারণ জনগণ এবং বেসরকারি খাত এ অবস্থা উত্তরণে সহায়ক নীতিমালা ও রাজস্ব ব্যবস্থাপনার সুফল পেতে পারে।

ডিসিসিআই বাজেট প্রস্তাবে বলেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই উদ্যোক্তাদের জন্য বার্ষিক টার্নওভারের লিমিট ৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা নির্ধারণ করা হোক। পণ্যের ভ্যালু এডিশন বা মুনাফা অনুপাতে ৪ শতাংশ ভ্যাট আরোপ করা হোক। শিল্পসমূহকে উৎসাহিত করতে বেসরকারি খাতকে সাব-স্টেশন যন্ত্রপাতি এবং অন্যান্য অ্যাকসেসরিজ উৎপাদনে কর অবকাশ সুবিধা দেওয়া হোক।

সর্বশেষ খবর