শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নির্দেশে কাজে ফিরলেন চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মবিরতি ভেঙে গতকাল কাজে যোগ দিয়েছেন সিলেটের আন্দোলনরত চা শ্রমিকরা। ফলে বাগানগুলোর অচলাবস্থা কেটেছে।  করোনাভাইরাস সংক্রমণে সারা দেশে ঘরে থাকার সরকারি ঘোষণার পর চা শ্রমিকরাও ছুটির দাবি জানান। কিন্তু শ্রম অধিদফতরের নির্দেশনায় বাগানগুলো চালু রাখায় সোমবার থেকে কর্মবিরতিতে যান সিলেটের ২৭টি বাগানের শ্রমিকরা। সিলেট বিভাগের অন্য বাগানগুলোতেও শ্রমিকরা ছুটির দাবিতে আন্দোলন শুরু করেন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে কথা বলার সময় সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চা বাগান নিয়ে সৃষ্ট সংকটের বিষয়টি অবগত করেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগান চালু রাখার সিদ্ধান্ত দিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর গতকাল শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

সিলেটের বুরজান চা বাগানের মহাব্যবস্থাপক আবদুস সবুর খান জানান, বাগানে শ্রমিকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার পানি ও সাবানের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে চা পাতা চয়ন ও জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর