চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ছয় প্রার্থী এখন ব্যস্ত করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে। ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের পাশাপাশি তারা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধক নানান সামগ্রী বিতরণ করছেন। প্রার্থীদের কেউ মেডিকেল টিম গঠন করে টেলিফোনে দিচ্ছেন নগরবাসীকে স্বাস্থ্যগত নানা পরামর্শ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে করোনা বিষয়ে জনসচেতনতা তৈরি করতে নেতা-কর্মীদের ডিজিটাল প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ত্রাণ বিতরণের পাশাপাশি একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা টেলিফোনে নগরবাসীকে নানান পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে প্রতিদিন আমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ঘণ্টা লাইভে থেকে রোগীদের নানান পরামর্শ দিচ্ছি।’ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও মেয়র প্রার্থী এম এ মতিন বলেন, ‘করোনা নিয়ে ডিজিটাল প্রচারণার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সম্পদশালী নেতা-কর্মীদের কাছ থেকে অনুদান নিয়ে একটা বড় ফান্ড গঠন করা হচ্ছে। ওই ফান্ড থেকে ৫০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হবে।’ জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হলে নিজেদের মতো করে সক্রিয় রয়েছেন ছয় মেয়র প্রার্থী। তারা ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের পাশাপাশি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ করোনাভাইরাস নিরোধক সামগ্রী বিতরণ করছে। তাদের উদ্যোগে বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি।
শিরোনাম
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
চট্টগ্রামে ছয় মেয়র প্রার্থীর ব্যস্ততা এখন করোনায়
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর