চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ছয় প্রার্থী এখন ব্যস্ত করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে। ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের পাশাপাশি তারা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধক নানান সামগ্রী বিতরণ করছেন। প্রার্থীদের কেউ মেডিকেল টিম গঠন করে টেলিফোনে দিচ্ছেন নগরবাসীকে স্বাস্থ্যগত নানা পরামর্শ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে করোনা বিষয়ে জনসচেতনতা তৈরি করতে নেতা-কর্মীদের ডিজিটাল প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ত্রাণ বিতরণের পাশাপাশি একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা টেলিফোনে নগরবাসীকে নানান পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে প্রতিদিন আমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ঘণ্টা লাইভে থেকে রোগীদের নানান পরামর্শ দিচ্ছি।’ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও মেয়র প্রার্থী এম এ মতিন বলেন, ‘করোনা নিয়ে ডিজিটাল প্রচারণার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সম্পদশালী নেতা-কর্মীদের কাছ থেকে অনুদান নিয়ে একটা বড় ফান্ড গঠন করা হচ্ছে। ওই ফান্ড থেকে ৫০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হবে।’ জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হলে নিজেদের মতো করে সক্রিয় রয়েছেন ছয় মেয়র প্রার্থী। তারা ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের পাশাপাশি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ করোনাভাইরাস নিরোধক সামগ্রী বিতরণ করছে। তাদের উদ্যোগে বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি।
শিরোনাম
- ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরু ৭৪০, ডিমের হালি ৫০....
- রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজির দাম
- ভারতের বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত বেড়ে ২৫ : আল-জাজিরা
- জামায়াত শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে : রুমিন ফারহানা
- ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়ছে: মাদুরো বললেন, “এই ভূমিকে কেউ ছুঁবে না”
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
চট্টগ্রামে ছয় মেয়র প্রার্থীর ব্যস্ততা এখন করোনায়
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর