চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ছয় প্রার্থী এখন ব্যস্ত করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে। ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণের পাশাপাশি তারা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধক নানান সামগ্রী বিতরণ করছেন। প্রার্থীদের কেউ মেডিকেল টিম গঠন করে টেলিফোনে দিচ্ছেন নগরবাসীকে স্বাস্থ্যগত নানা পরামর্শ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর বিভিন্ন ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে করোনা বিষয়ে জনসচেতনতা তৈরি করতে নেতা-কর্মীদের ডিজিটাল প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ত্রাণ বিতরণের পাশাপাশি একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা টেলিফোনে নগরবাসীকে নানান পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে প্রতিদিন আমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ঘণ্টা লাইভে থেকে রোগীদের নানান পরামর্শ দিচ্ছি।’ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব ও মেয়র প্রার্থী এম এ মতিন বলেন, ‘করোনা নিয়ে ডিজিটাল প্রচারণার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সম্পদশালী নেতা-কর্মীদের কাছ থেকে অনুদান নিয়ে একটা বড় ফান্ড গঠন করা হচ্ছে। ওই ফান্ড থেকে ৫০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হবে।’ জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হলে নিজেদের মতো করে সক্রিয় রয়েছেন ছয় মেয়র প্রার্থী। তারা ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রাণ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের পাশাপাশি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ করোনাভাইরাস নিরোধক সামগ্রী বিতরণ করছে। তাদের উদ্যোগে বিভিন্ন এলাকায় ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি।
শিরোনাম
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা