সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বকেয়া পরিশোধ না করে বরিশালে টেক্সটাইল লে-অফ, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিকদের বেতন না দিয়ে মিল লে-অফ করার অভিযোগ উঠেছে। পাওনা বেতনের দাবিতে মিলের ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভের চেষ্টা করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে     পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর আন্দোলন থেকে ফিরে যায় তারা। শ্রমিকরা জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সোনারগাঁও টেক্সটাইল মিলের গেটে গিয়ে তারা মিল লে-অফের বিজ্ঞপ্তি দেখতে পান। পাওনা পরিশোধ না করে লে-অফ বিজ্ঞপ্তির খবর দ্রæত ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। কিছুক্ষণের মধ্যে কয়েকশ শ্রমিক সেখানে জমায়েত হন। এক পর্যায়ে তারা পাওনা বেতনের দাবিতে মিলের গেটে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মিলের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়। পুলিশ তাদের সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা আরও জানান, তাদের ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। এ অবস্থায় করোনা সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশে কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই লে-অফ ঘোষণা করে। পুলিশ মালিক কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে পর্যায়ক্রমে বকেয়া প্রদানের আশ্বাস দিলে বিক্ষোভ ছেড়ে বাড়ি ফিরে যান শ্রমিকরা। তবে এ সময়ে মালিকপক্ষের কেউ মিলে আসেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, বকেয়া বেতন না দিয়ে মিল লে-অফ ঘোষণা করায় শ্রমিকরা একটু বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। কিন্তু পর্যায়ক্রমে বকেয়া বেতন প্রদানের আশ্বাসে তারা শান্ত হয়ে বাড়ি ফিরে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর