বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কর্মহীন ৯০ লাখ পরিবহন শ্রমিকের পাশে দাঁড়ান

যাত্রীকল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক

লকডাউনে কর্মহীন ৯০ লাখ সড়ক ও নৌপরিবহন শ্রমিকের পাশে দাঁড়াতে সড়ক ও নৌপরিবহনের মালিক-শ্রমিক সংগঠনসমূহের নেতাদের প্রতি আহ্‌বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ আহ্‌বান জানান।

বিবৃতিতে বলা হয়, ৭০ লাখ সড়ক পরিবহনের চালক-শ্রমিক ও ২০ লাখ নৌপরিবহন শ্রমিক গত ২৬ মার্চ দেশে পরিবহন বন্ধ হওয়ার পর থেকে অমানবিক জীবনযাপন করছে। দেশের সড়ক ও নৌ যোগাযোগ সেক্টরে সঠিক বেতন কাঠামো না থাকায় প্রায় ৯৮ শতাংশ পরিবহন শ্রমিক দৈনিক মজুরি বা ট্রিপ ভিত্তিক চাকরি করে। তাই তারা দৈনিক শ্রমিকের মতো দিনে আনে দিনে খায় ভিত্তিতে এই সেক্টরে কাজ করে। এমতাবস্থায় মানবিক সাহায্য নিয়ে এসব শ্রমিকদের পাশে দাঁড়াতে নিজ নিজ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহের নেতাদের কাছে জোর দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর