শিরোনাম
শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

বরিশালে করোনা ইউনিটে বিনা চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বিনা চিকিৎসায় এক গৃহবধূর (২২) মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসকদের অবহেলায় গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার স্বজনদের। ওই গৃহবধূর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চর যমুনা গ্রামে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, করোনার উপসর্গ নিয়ে গত ৯ মে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। পরদিন বরিশাল ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়।

 ওই দিন ১০ মে রাতে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও অসুস্থ থাকায় তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। দুই দিন আগে ওই রোগীর পেটে ব্যথা ও পেট ফুলতে শুরু করে।

গত বৃহস্পতিবার বিকাল থেকে তার স্বাস্থ্যের অবনতি হয়। রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি রোগী মৃত্যুর ঘটনায় ডাক্তারের অবহেলার অভিযোগ অস্বীকার করেন।

সর্বশেষ খবর