বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল কোর্টে ৪০৪২ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় ভার্চুয়াল কোর্টে গতকাল চার হাজার ৪২ জনকে জামিন দেওয়া হয়েছে। ছয় হাজার ৫১৬টি জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত এসব জামিন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল ভার্চুয়াল হাই কোর্টেও ২১ আসামি জামিন পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী গতকাল ঢাকা বিভাগে ১২৫৫টি জামিন আবেদনের শুনানি নিয়ে ৭২২ জনকে জামিন দিয়েছে আদালত। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৮১ জনকে, রংপুর বিভাগে  ২৯৪ জনকে, বরিশাল বিভাগে ১৯৩ জনকে, রাজশাহী বিভাগে ৯৪৩ জনকে, খুলনা বিভাগে ৫০৫ জনকে, সিলেট বিভাগে ৩৫৮ আবেদনের শুনানি নিয়ে ২২৩ জনকে এবং ময়মনসিংহ বিভাগে ৪৭০ জামিন আবেদনের শুনানি নিয়ে ২৭২ জনকে জামিন দিয়েছে আদালতগুলো। এ ছাড়া সারা দেশে শিশু আদালত ৪৫ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১১৪ জন আসামিকে জামিন দিয়েছে।

সর্বশেষ খবর