বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

৩৮তম বিসিএসে ২ হাজার ২০৪ ক্যাডার নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। ফলাফলে ২ হাজার ২০৪ জন চাকরি প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন-পিএসসি। এদের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০৬ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, কর ৩৫ জন, নিরীক্ষা ও হিসাবে ৪৫ জন, আনসারে ৩৮ জন, কৃষি ক্যাডারে ২৪১ জন, মৎস্যে ২০ জন, স্বাস্থ্য ক্যাডারে ২৯১ জন, পশু সম্পদ ক্যাডারে ৮৫ জন, বন ২২ জন, গণপূর্ত ক্যাডারে ৯৭ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৭৬৮ জন রয়েছেন। পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৯ হাজার ৮৬২ জন প্রার্থী অংশ নেন। ফলাফল বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর