শনিবার, ১৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিদেশি শ্রমিক নিয়োগে বিধিনিষেধ তুলে নিচ্ছে মালয়েশিয়া

প্রতিদিন ডেস্ক

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এর আগে বিভিন্ন খাতে স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করেছিল। বৃহস্পতিবার বিধিনিষেধ উঠিয়ে নিয়েছে সে দেশের মানবসম্পদ মন্ত্রণালয়। খবর রয়টার্সের। গত মাসে বলা হয়েছিল, অবকাঠামো, কৃষি ও ফসল আবাদের ক্ষেত্রে শ্রমিক নেওয়া সীমিত করে দেওয়া হবে। করোনার কারণে বেকারত্ব বাড়ার পর এমন সিদ্ধান্ত   নেওয়া হয়। মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে ৬৭ হাজার স্থানীয় ও চার হাজার ৭০০ বিদেশি শ্রমিক কাজ হারিয়েছেন।

 

সর্বশেষ খবর