শিরোনাম
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

সিসিকের ৭৫০ কোটি টাকার বাজেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের প্রায় ৭৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ৭৪৩ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। বাজেটে সমপরিমাণ আয় ও ব্যয় ধরা হয়েছে। বাজেটে উল্লিখিত উল্লেখযোগ্য আয় হিসেবে উল্লেখ করা হয়েছে, হোল্ডিং ট্যাক্স ৪৪ কোটি ২০ লাখ ৬৬ হাজার টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর ৮ কোটি ৬০ লাখ টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের ওপর কর ২ কোটি টাকা, পেশা ব্যবসার ওপর কর ৬ কোটি ৫০ লাখ টাকা, বিজ্ঞাপনের ওপর কর ১ কোটি ২৫ লাখ টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ ৮০ লাখ টাকা, সিটি করপোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ ১ কোটি টাকা ।

, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় ১ কোটি ২০ লাখ টাকা, পানির সংযোগ লাইনের চার্জ বাবদ ৪ কোটি টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফি বাবদ ১ কোটি টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ দেড় কোটি টাকা।

সর্বশেষ খবর