শিরোনাম
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৮ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে গতকাল তিনি এ অধিবেশন আহ্বান করেন। আগামী রবিবার সন্ধ্যায় সংসদ ভবনে সংসদের ধারাবাহিক দশম অধিবেশন শুরু হবে। মহামারী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে  আগের তিনটি অধিবেশনের মতো এবারও বয়সে অপেক্ষাকৃত তরুণ ও সুস্থ এমপিদের সংসদে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে।

 স্বাস্থ্যবিধি মেনে চলতি বছর সংসদের সপ্তম, অষ্টম ও নবম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সব প্রস্তুতি শেষ করেও ঘাতক করোনা মহামারী পরিস্থিতির কারণে গত ২২ ও ২৩ মার্চ আহূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনটি স্থগিত করা হয়।

জাতীয় সংসদ মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান। এ ছাড়া রয়েছে নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উন্মোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদ্যাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদর্শনী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বই প্রকাশনা, শিশুমেলা প্রভৃতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর