শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়ের নির্দেশনা আসছে

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড়ের নির্দেশনা আসছে

করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির মধ্যে টিউশন ফি আদায় সংক্রান্ত নতুন নিদের্শনা আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পক্ষ থেকে। চলতি মাসে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। আর্থিক সংকটে থাকা অভিভাবকদের সন্তানদের টিউশন ফি’র কিছু অংশ ছাড় দিয়ে পরিশোধ করার নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে। মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, চলমান পরিস্থিতিতে কিছু অভিভাবক আর্থিক সংকটে পড়েছেন। তাদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে বলা হবে। এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে প্রেস ব্রিফিংয়ে মাউশি মহাপরিচালক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা জারি করা হবে। প্রসঙ্গত, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরের  বেসরকারি স্কুলে নানাভাবে চাপ সৃষ্টি করে অভিভাবকদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হচ্ছে। অনেক প্রতিষ্ঠান আবার অনলাইন পরীক্ষা  নেওয়ার কথা বলে সব বকেয়া পরিশোধ করতে বাধ্য করছে। দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলেও জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে সন্তানের টিউশন ফি নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর